মৌলভীবাজারের কমলগঞ্জে সিলিন্ডার গ্যাস থেকে আগুন লেগে একটি ঘরের আংশিক পুড়ে গেছে। এ সময় দুজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য্য পেকুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন, ২৪ বছর বয়সী মুস্তাফিজুর রহমান ও ৪৫ বছর বয়সী ও নঈম মিয়া। আহতদেরকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মুস্তাফিজুর রহমানের ঘরে দুপুরের রান্না করার সময় সিলিন্ডার গ্যাস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন রান্না ঘরের কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে মুস্তাফিজ ও নঈম দগ্ধ হন। স্থানীয় লোকজন তাঁদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। স্থানীয়দের সহযোগীতায় প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, তাদের প্রায় ৪০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে ও পরিবারের দুজন সদস্য আগুনে দগ্ধ হয়েছেন।
পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, আগুন লাগার ঘটনা শোনার পরই ঘটনাস্থলে গিয়েছে। আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, খোঁজ নিয়ে বিষয়টি আমি দেখছি।
http://dlvr.it/SvlmS4
0 Comments