Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বিএনপি নেতা দুদু ও স্বপন রিমান্ডে

পুলিশের পিস্তল ছিনতাই ও মুক্তিযুদ্ধ জাদুঘরে ভাঙচুরের অভিযোগে করা মামলায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু ও জহির উদ্দিন স্বপনকে দুদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এর আগেও পৃথক মামলায় তাদেরকে ভিন্ন ভিন্ন সময়ে রিমান্ডে নেয়া হয়েছে।
মহানগর হাকিম আদালতের বিচারক রাজেশ চৌধুরী সোমবার শুনানি শেষে তাদেরকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের অস্ত্র ছিনতাই এবং মুক্তিযুদ্ধ জাদুঘরে হামলার ঘটনায় পল্টন থানায় পুলিশের করা মামলার আসামি দুদু ও রিপন।
সোমবার বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং মিডিয়া সেলের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে পাঁচ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক আব্দুল হাই। এদিন দুদুকে আদালতে হাজির করা হয়। স্বপনকে কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে উপস্থিত রাখা হয়।
আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম জানান, শুনানি শেষে আদালত ২ দিন করে রিমান্ড মঞ্জুর করে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২৮ অক্টোবর বিকেল ৩টা ১০ মিনিটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের উস্কানি ও প্রত্যক্ষ নির্দেশনায় এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা পলাতক আসামিরা পল্টন থানাধীন পুলিশ ক্যান্টিনে ভাঙচুর করেন।
এছাড়াও তারা পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘরে ইটপাটকেল মেরে জাদুঘরের গ্লাস ভেঙে ক্ষতি সাধন করেন। মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। চানমারী পুলিশ লাইন্সের ডিউটি পোস্টে অগ্নিসংযোগসহ ইট-পাটকেল নিক্ষেপ করেন আসামিরা।
মামলায় অভিযোগ করা হয়, জানমালের নিরাপত্তা ও সরকারি সম্পত্তি রক্ষার্থে তাদের নিবৃত্ত করতে গেলে তিন দিক থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং এএসআই এরশাদুল হককে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে তার পিস্তল ও আট রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।


http://dlvr.it/SzN8zF

Post a Comment

0 Comments