Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

শাহজালালে দেড় কেজি স্বর্ণসহ দম্পতি আটক

রাজধানী ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজির বেশি ওজনের স্বর্ণালঙ্কারসহ এক দম্পতিকে আটক করেছে বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক দুজন হলেন ফারুক ও তার স্ত্রী রানী আক্তার।
বিমানবন্দর এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, সোমবার ভোরে এপিবিএন ও এনএসআই-এর যৌথ একটি দল বহুতল কার পার্কিং এলাকায় অভিযুক্তদের সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে।
এপিবিএন ও এনএসআই সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে ভোর ৪টা ৪০ মিনিটে তাদেরকে আটক করা হয়।
পরে বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের সামনে ফারুক তার পরনের প্যান্টের পকেটে টিস্যু দিয়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের ৬ পিস চেইন, ৯ পিস চুড়ি, ২ পিস হারসহ মোট ৭৯৬ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। এর বাজার মূল্য ৭০ লাখ ৪ হাজার ৮শ টাকা।
জিয়াউল হক আরও জানান, এরপর ফারুকের স্ত্রী রানী আক্তারের হাতে থাকা একটি লেডিস ব্যাগে একই কায়দায় রাখা স্বর্ণের ৬০ পিস চুড়ি, ৯ পিস আংটি, ৫ পিস কানের দুল, এক পিস ব্রেসলেট, ৫ পিস গলার হা, ৪ পিস লকেট ও ৩ পিস চেইন পাওয়া যায়। এসব স্বর্ণালঙ্কারের মোট ওজন ৮০১ গ্রাম, আর বাজার মূল্য ৭০ লাখ ৪৮ হাজার ৮শ টাকা।
এসব স্বর্ণালঙ্কার বহনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা।
জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক দম্পতি স্বর্ণ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। স্বর্ণালঙ্কারগুলো তারা এমদাদ নামে এক ব্যক্তির কাছ থেকে গ্রহণ করেছেন। সোলাইমান নামে সৌদি প্রবাসী এক ব্যক্তি রাজস্ব ফাঁকি দিয়ে এগুলো দেশে পাঠিয়েছেন। পরে এমদাদের হাত ঘুরে তা তাদের হাতে আসে।
অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে জানান এপিবিএন কর্মকর্তা।


http://dlvr.it/SzNL9C

Post a Comment

0 Comments