Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

টস জিতে ব্যাটিংয়ে ভারত

ক্রিকেট বিশ্বকাপের এবারের আসরের ৩৭তম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ভারত।
কলকাতার ইডেন গার্ডেনসে রোববার দিবারাত্রির এ ম্যাচে আগে বোলিং পেয়েছে শক্তিশালী প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
টুর্নামেন্টে এ পর্যন্ত সাত ম্যাচ খেলে প্রতিটিতে জয় তুলে নেয়ার কীর্তি দেখিয়েছে ভারত। তাদের অর্জন সর্বোচ্চ ১৪ পয়েন্ট। এরই মধ্যে সবার আগে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে ভারতীয়রা। ফলে পয়েন্ট টেবিলে এক নম্বর অবস্থান পাকাপোক্ত করা এবং অপরাজেয় থাকার বিষয়টি ধরে রাখার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে ভারত।
অন্যদিকে এখনও সেমিফাইনালে খেলা নিশ্চিত হয়নি দক্ষিণ আফ্রিকার। আজ ভারতকে হারাতে পারলে সেমিফাইনাল নিশ্চিত হবে তাদের। পাশাপাশি পয়েন্ট টেবিলেও এক নম্বরে উঠবে দলটি। ফলে জয় ছাড়া বিকল্প ভাবছে না আফ্রিকানরা।
আশা করা হচ্ছে বিশ্বকাপের সেরা দুই দলের লড়াইটা বেশ আর্কষণীয় ও উপভোগ্য হবে।
ভারত একাদশ: রোহিত শর্মা, শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রাসি ভন দার দুসেন, এইডেন মার্কর্যাম, হেইনরিচ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও তাবরিজ শামসি।


http://dlvr.it/SyPgrw

Post a Comment

0 Comments