দেশে গত ২৪ ঘণ্টায় ১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু হয় ২৯ হাজার ৪৭৭ জনের। সর্বশেষ ১১জন নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪৬ হাজার ২৭৪।
সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২৪ ঘণ্টায় ৫৩৯টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ০৪ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয় এক কোটি ৫৬ লাখ ৩০ হাজার ৪৫৭টি।
ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ জন।
করোনাভাইরাস থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৯২৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
http://dlvr.it/T0mQyC
0 Comments