দেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তনের পাশাপাশি আনুপাতিক ভোটের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে চায় বলে জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার দলীয় ইশতেহার ঘোষণার সময় এসব লক্ষ্যের কথা জানান জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু।
শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি স্লোগানকে সামনে রেখে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন তিনি।
চুন্নু জানান, জাপা ক্ষমতায় গিয়ে দেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তন করতে চায়। এর অংশ হিসেবে দেশের বিদ্যমান আটটি বিভাগকে আটটি প্রদেশে উন্নীত করা হবে।
তিনি বলেন, দেশে দুই স্তরবিশিষ্ট কাঠামো থাকবে। কেন্দ্রীয় সরকারকে বলা হবে ফেডারেল সরকার। সেই সরকারে থাকবে ৩০০ আসন বিশিষ্ট জাতীয় সংসদ।
প্রাদেশিক সরকারের রূপরেখা নিয়ে জাপার মহাসচিব বলেন, প্রাদেশিক সরকারে থাকবে প্রাদেশিক সংসদ। প্রতিটি জেলা কিংবা থানাকে প্রাদেশিক সরকারের একটি আসন হিসেবে বিবেচনা করা হবে।
প্রাদেশিক সরকার ব্যবস্থার বাস্তবায়ন নিয়ে তিনি বলেন, এটি দেশের প্রশাসনিক ব্যবস্থার আমূল সংস্কারের বিষয় হলেও জাতীয় পার্টি মনে করে পাঁচ বছর সময়ের মধ্যে প্রাদেশিক ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব।
নির্বাচন পদ্ধতির সংস্কার নিয়ে চুন্নু বলেন, নির্বাচন পদ্ধতির সংস্কার করে আনুপাতিক ভোটের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের বিধান করা হবে। নির্বাচন কমিশনকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেয়া হবে।
http://dlvr.it/T0QVCD
0 Comments