Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

রোহিঙ্গা ক্যাম্পে গুলি ছুরিকাঘাতে দুজন নিহত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আলাদা ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে আব্দুল্লাহ এবং ছুরিকাঘাত ও গুলিতে নাদির হোসেন নামে ক্যাম্পের হেড মাঝি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোররাত ৪টা ও ৬টার দিকে উপজেলার ১৭ নম্বর ক্যাম্পে সি ব্লক ও ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ দুটি হত্যাকাণ্ড ঘটে।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান, বৃহস্পতিবার ভোররাতে একদল দুষ্কৃতিকারী ৪ নম্বর মধুরছড়া ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি নাদির হোসেনকে ঘর থেকে ডেকে রাস্তায় নিয়ে গিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যায় তিনি। নাদির হোসেন ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি (কমিউনিটি লিডার) ছিলেন।
তিনি আরও জানান, অপরদিকে একইদিন ভোরে ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে ৭ থেকে ৮ জনের একদল রোহিঙ্গা সন্ত্রাসী ক্যাম্পের বাসিন্দা আব্দুল্লাহকে ঘর থেকে অস্ত্রের মুখে বের করে পাশে বাজারের রাস্তায় নিয়ে আসে। সন্ত্রাসীরা এক পর্যায়ে আব্দুল্লাহকে রাস্তায় ফেলে তার বুকে উপর্যুপরি গুলি করে।
উখিয়া থানার ওসি জানান, খবর পেয়ে এপিবিএন পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ আব্দুল্লাহকে ক্যাম্পের একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ নিহত রোহিঙ্গা যুবক আব্দুল্লাহর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
তিনি জানান, ঘটনার পর পরই উক্ত এলাকায় এপিবিএন পুলিশের পাহারা বাড়ানো হয়েছে। ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গাভিত্তিক সন্ত্রাসী গ্রুপের সদস্যরা এ হত্যাকাণ্ড দুটি সংঘটিত করেছে।


http://dlvr.it/T0QVtl

Post a Comment

0 Comments