Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সন্ধ্যার পর পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি যান প্রধান শিক্ষক

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাণ্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদ আলী।
প্রধান শিক্ষক হিসেবে স্কুলের প্রশাসনিক দায়িত্ব পালনে অত্যন্ত স্বচ্ছতা, সততা, আন্তরিকতা, কর্মদক্ষতা ও দৃঢ়তার মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বেশ আস্থা অর্জন করেছেন। পরিশ্রম করে যাচ্ছেন শিক্ষার মানোন্নয়নে।
পাত্রখোলা চা বাগানের বিভিন্ন এলাকায় শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার ভাণ্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে দেখা করেন প্রধান শিক্ষক মো. খুরশেদ আলী।
তার আগে আরও কয়েকটি গ্রামে শিক্ষার্থীদের বাড়ি গিয়ে দেখা করেন তিনি। ওই সময় প্রধান শিক্ষক অভিভাবকদের সঙ্গে শিক্ষার বিষয় নিয়ে মতবিনিময় করেন।
মূলত শিক্ষার্থীরা সন্ধ্যার পর যথাসময়ে বাসায় প্রবেশ করেছে কি না, বাড়িতে পড়াশোনা করছে কি না ও সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন খুরশেদ আলী। অভিভাবক ও শিক্ষার্থীদের কিছু পরামর্শ ও নির্দেশনাও প্রদান করেন তিনি। এ ছাড়াও স্কুলের সময়ে কোনো শিক্ষার্থী স্কুলে না আসলে সেই ছাত্র-ছাত্রীদের বাড়িতে চলে যান এই প্রধান শিক্ষক।
এ বিষয়ে অভিভাবকরা জানান, প্রধান শিক্ষক এতটাই শিক্ষাবান্ধব যে তিনি অনেকগুলো ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে সন্তানদের পড়াশোনায় সহযোগিতা করে যাচ্ছেন। যা শিক্ষার সার্বিক মানোন্নয়নেও অনেক বড় ভূমিকা রাখছে।
তারা জানান, এমন কার্যক্রমে সন্তানরা পড়াশোনায় আরও বেশি আগ্রহী হয়ে উঠছে। গত বছরও তিনি অনেক শিক্ষার্থীর বাড়িতে সান্ধ্যকালীন হোম ভিজিট করেছিলেন।
শিক্ষার্থীরা জানায়, সান্ধ্যকালীন হোম ভিজিট খুব ভালো লেগেছে তাদের।
এ বিষয়ে কথা হয় প্রধান শিক্ষক মো. খুরশেদ আলীর সঙ্গে।
তিনি বলেন, এসএসসি পরীক্ষা সন্নিকটে। পরীক্ষার্থীসহ অন্য শিক্ষার্থীদেরকে ক্লোজ মনিটরিং এ নিয়ে আসা, তারা যাতে সন্ধ্যার পরে অহেতুক বাসার বাইরে না থাকে, আড্ডা না দেয়, খারাপ সঙ্গে জড়িয়ে না পরে, কিশোর গ্যাং সৃষ্টি না করে, অসামাজিক কার্যকলাপে সম্পৃক্ত না থাকে সেই লক্ষ্যেই এ উদ্যোগটি হাতে নিয়েছি।
আমাদের শিক্ষার্থীরা বইমুখী হলে, পড়াশোনায় মনোযোগ দিলে, সামগ্রিক অর্থে শিক্ষাজীবনে তাদের সাফল্য ও উন্নতি হবে এবং জীবনে তারা অনেক ওপরে উঠতে পারবে।


http://dlvr.it/SzxH42

Post a Comment

0 Comments