Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

৪৩তম বিসিএসের চূড়ান্ত সুপারিশ এ সপ্তাহেই

৪৩তম বিসিএসের নিয়োগের সুপারিশের ফল ঘোষণা হতে পারে এই সপ্তাহেই। আর এ বিসিএসে অংশ নেয়া পরীক্ষার্থীদের জন্য থাকছে আরেকটি সুখবর। ক্যাডার পদে এর আগে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া এক হাজার ৮১৪টি পদের সঙ্গে বাড়ানো হচ্ছে আরও চার শতাধিক পদ।
ধারণা করা হচ্ছে, এবার ২ হাজার ২০০-এর বেশি ক্যাডার পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করতে যাচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই সঙ্গে নন-ক্যাডারে ১ হাজার ৩৪২টি পদে নিয়োগের সুপারিশ করার ব্যাপারেও আলোচনা চূড়ান্ত হয়েছে।
পিএসসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
সোমবার পিএসসির একটি সূত্র জানায়, পিএসসির চেয়ারম্যানসহ সদস্যদের বৈঠকে প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে চলতি সপ্তাহেই ৪৩তম বিসিএসের নিয়োগের সুপারিশ ঘোষণা করা হবে। এবার সুপারিশ পেতে যাচ্ছেন সাড়ে ৩ হাজারেরও বেশি চাকরিপ্রত্যাশী। এর মধ্যে ২ হাজার ২০০-এর বেশি থাকছে ক্যাডার পদ। এবার হবে ক্যাডার ও নন-ক্যাডার পদে একযোগে ফল প্রকাশ।
পিএসসির একজন সদস্য ও পরীক্ষা শাখার দুজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, ক্যাডার পদ কিছুটা বাড়লেও নন-ক্যাডারে বাড়ানোর সম্ভাবনা নেই।
কতগুলো পদ বাড়ানো হবে এবং কোন কোন ক্যাডারে- এমন প্রশ্নে পিএসসির নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য জানান, ক্যাডারে ৪০৩ অথবা ৪০৪টি পদ বাড়ানো হতে পারে। তবে নন-ক্যাডারে কোনো পদ বাড়ছে না। ক্যাডারে পদ বাড়ানোর ক্ষেত্রে কৃষি, খাদ্য, রেলওয়ে, কর ও প্রাণিসম্পদ বিষয় গুরুত্ব পাচ্ছে। সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে কৃষি ক্যাডার। আগের বিজ্ঞপ্তির বাইরে কৃষি ক্যাডারে প্রায় ২০০-এর মতো পদ বাড়ানো হচ্ছে। চূড়ান্ত সুপারিশে সুনির্দিষ্ট পদ দেখতে পাবেন সবাই।
পিএসসির পরীক্ষা শাখার (ক্যাডার) দুজন উপ-পরিচালকও একই রকম তথ্য জানিয়েছেন। তারা জানান, এ সপ্তাহেই ফল প্রকাশ হবে। ক্যাডার ও নন-ক্যাডারে একসঙ্গেই নিয়োগের চূড়ান্ত সুপারিশ করতে কাজ চলছে। ক্যাডারের ফল প্রস্তুত। নন-ক্যাডারের কিছু কাজ বাকি আছে। সেগুলো দু-এক দিন লাগতে পারে। সেক্ষেত্রে বুধ বা বৃহস্পতিবার ফল প্রকাশ হতে পারে।
৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০২১ সালের মাঝামাঝি সময়ে। সে বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা। পরের বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু হয়। সে পরীক্ষার ফল প্রকাশ হয় এ বছরের ২০ আগস্ট। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন। এরপর মৌখিক পরীক্ষার প্রক্রিয়া শেষ করে টানা দুই বছর ধরে চলা এ পরীক্ষার আনুষ্ঠানিক সমাপনী হতে পারে ২৭ বা ২৮ ডিসেম্বর।
শুরুর বিজ্ঞপ্তি অনুযায়ী ৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ জনকে নিয়োগ দেয়ার ঘোষণা ছিল। নতুন করে ৪০০ পদ বাড়ানো হলে এসব পদের মধ্যে ট্যাক্স ও কাস্টমসে নিয়োগ সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। বাকিগুলোতে বাড়লেও তার সংখ্যা খুব একটা বেশি হবে না বলেই ধারণা দিয়েছেন পিএসসির সংশ্লিষ্ট সূত্রগুলো।
এদিকে, নন-ক্যাডার পদ বাড়ানো এবং ক্যাডার ও নন-ক্যাডারের ফল আলাদা করে প্রকাশের দাবিতে টানা তিন সপ্তাহ ধরে আন্দোলন করছেন কিছু ফলপ্রত্যাশী। তবে তাদের আন্দোলন ৪৩তম বিসিএসের ফল ও ক্যাডার সংখ্যা বদলে কোনো প্রভাব ফেলেনি বলেই ধারণা দেন পিএসসি সংশ্লিষ্টরা।
সরকারি কর্ম কমিশনের কর্মকর্তারা এ বিষয়ে জানিয়েছেন, এ বিষয়ে তাদের করার কিছু নেই। জনপ্রশাসন মন্ত্রণালয় পিএসসিতে নিয়োগ বিষয়ে নির্দেশনা দেয়। সেখান থেকে কোনো সুপারিশ বা নির্দেশ আসেনি। যদি এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এমন কিছুর নির্দেশনা দেয়, তাহলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পিএসসি সেটা ভেবে দেখবে।


http://dlvr.it/T0bnqp

Post a Comment

0 Comments