Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ঝালকাঠি পৌঁছাল ব্যালটসহ নির্বাচনি সামগ্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য দুটি আসনের ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী পৌঁছেছে ঝালকাঠি জেলায়।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে এসব সামগ্রী বহনকারী কাভার্টভ্যান ঝালকাঠি পৌঁছায়।
এতে সংসদীয় আসন ১২৫, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) এবং আসন-১২৬, ঝালকাঠি-২ (সদর-নলছিটি) এর ৫ লাখ ৫৪ হাজার ১৬৩ জন ভোটারের ভোটগ্রহণ করার জন্য ব্যালট পেপারসহ ভোট কেন্দ্রের জন্য অন্যান্য নির্বাচনি সামগ্রী রয়েছে বলে নিউজবাংলাকে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. সালেক।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম, স্ট্যাম্প প্যাড সড়ক পথে ঝালকাঠিতে নিয়ে আসা হয়।
এসব মালামাল পৌঁছানোর পর জেলা প্রশাসক কার্যালয়ের ট্রেজারি শাখায় সংরক্ষণসহ সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার রাখা হয়েছে।
মালামাল খালাসের ছবি গণমাধ্যম কর্মীদের তুলতে দেয়া হয়নি। জেলা প্রশাসক কার্যালয়ের গেইটের বাইরে থেকে ছবি তুলতে চেষ্টা করা হলে কার্যালয়ের বাতি বন্ধ করে অন্ধকার করে দেয়া হয়।


http://dlvr.it/T0bl54

Post a Comment

0 Comments