রাজধানীর গুলশানে গোপনে বৈঠক করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। বুধবার রাতে এ বৈঠক হয় বলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
নাছিম বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জাতীয় পার্টির সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে এবং এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সর্বশক্তি দিয়ে অংশগ্রহণ করবে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে জাতীয় সংসদে নিজেদের অবস্থান সুদৃঢ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।
বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম; জাতীয় পার্টির পক্ষে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু প্রমুখ।
জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, কীভাবে শান্তিপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। তারা তাদের প্রার্থী দিয়েছে; আমরা আমাদের প্রার্থী দিয়েছি। আমরা আমাদের নির্বাচন করব। সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আমরা চাই।
এর আগে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বুধবার সকালে গণমাধ্যমকে জানিয়েছিলেন, সন্ধ্যায় বা রাতে আওয়ামী লীগের সঙ্গে তাদের বৈঠক হবে। আওয়ামী লীগের পক্ষ থেকেও নিউজবাংলাকে এর সত্যতা নিশ্চিত করেছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল একটি সূত্র।
কোথায় বৈঠক হবে সে বিষয়ে কোনো পক্ষই নিশ্চিত করে না জানালেও বলা হয়েছিলো যে বিকেল নাগাদ তা জানা যাবে। কিন্তু বিকেল গড়িয়ে রাত হলেও এ বিষয়ে গণমাধ্যমকে কোনো তরফ থেকেই কিছু জানানো হয়নি। বরং দিনভর এ নিয়ে চলেছে লুকোচুরি।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জাতীয় পার্টির সঙ্গে আলোচনায় বসবে- এ কথা প্রথম জানিয়েছিলেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু। আর বুধবার সকালে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু তা নিশ্চিত করেছিলেন।
প্রসঙ্গত, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে এবং সে নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে শরিকদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের আলোচনা চলছে। ইতোমধ্যে ১৪ দলের ইরকদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বৈঠক হয়েছে। সেই ধারাবাহিকতায় অতীতের মহাজোটের সঙ্গী জাতীয় পার্টির সঙ্গেও বৈঠক হওয়ার কথা।
দুই দলের বৈঠক হচ্ছে এমন খবর চাউর হওয়ার পর বুধবার দিনভর গণমাধ্যমকর্মীরা সময় ও স্থান জানার চেষ্টা করেন। এই প্রতিবেদক বিকেল ও সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এবং আমির হোসেন আমুর সিদ্ধেশ্বরীর বাসায় সরেজমিনে গিয়ে কোনো বৈঠকের খবর পাননি। এমনকি গোয়েন্দা সংস্থার লোকজনের কাছে খবর নেয়া হলে তারাও এ বিষয়ে কিছু জানেন না জানিয়ে দুঃখ প্রকাশ করেন।
বুধবার দুপুরের প্রেস ব্রিফিংয়ে জাতীয় পার্টির সঙ্গে কখন ও কোথায় বসবে আওয়ামী লীগ- এমন প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এটা তো আমি বলবো না। বসব, যেখানেই বসি বসব। বসলে আপনারা খবর পাবেন। এটা গোপন থাকবে না।
এদিকে জাপা মহাসচিব চুন্নু সকালের ব্রিফিংয়ে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ আমাদের সঙ্গে কথা বলতে চায়। দলটির পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা বলছেন- নির্বাচনের পরিবেশ নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে চান। তাদের আলোচনার প্রস্তাব নিয়ে আমাদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি। তারা যেহেতু কথা বলতে চান, আমরা বসব।
http://dlvr.it/SznkBl
0 Comments