Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

সাদিক আব্দুল্লাহর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকার অভিযোগ

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র মেয়র প্রার্থী সদ্য বিদায়ী সিটি মেয়র সাদিক আব্দুল্লাহকে যুক্তরাষ্ট্রের নাগরিক বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুখের সমর্থকরা।
সাদিকের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে করা হয়েছে আপিলও। জাহিদ ফারুখের সমর্থক কে বিএস আহমেদ কবীর এই আপিল আবেদন জমা দেন।
স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর পরিবর্তে সিটি নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়েছেন তার চাচা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।
এরপর দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন চেয়েছিলেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। কিন্তু দলীয় মনোনয়ন পেয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন সাদিক।
আওয়ামী লীগের মনোনীত জাহিদ ফারুকের সমর্থকরা জানান, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ যুক্তরাষ্ট্রের নাগরিক ও ভোটার। এ ছাড়াও রিটানিং কর্মকর্তা কাছে দেয়া হলফনামায় সম্পদের তথ্য গোপন করেছেন। যুক্তরাষ্ট্রের ভোটার আইডি কার্ডে তার নাম সেরনিয়াবাত এস আব্দুল্লাহ। তিনি নিউইয়র্ক সিটির ভোটার। তার ভোটার আইডি কার্ডের নম্বর ৪১০৯০৪০০৭।
তাদের দাবি, এ ছাড়া তার স্ত্রী লিপি আব্দুল্লাহ সহ সন্তানরাও যুক্তরাষ্ট্রের নাগরিক। নিউইয়র্ক শহরের কুইন ভিলেজে লিপি আব্দুল্লাহর নামে বাড়ি রয়েছে। এসব তথ্য প্রমাণসহ সাদিকের প্রার্থিতা বাতিলের জন্য আপিল করা হয়েছে।
আপিলকারী কেবিএস আহমেদ কবীর বলেন, হলফনামায় অসত্য তথ্য দেয়ার পরও রিটার্নিং অফিসার স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। বিষয়টি তখন তাদের নজরে আনা হলেও সেখানে বিষয়টি আমলে না নেওয়ায় ইসিতে আপিল করা হয়েছে। নির্বাচন কমিশন আপিল শুনানি করে সঠিক রায় দেবেন বলে আশা করেন তিনি।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মহানগর আওয়ামী লীগের সভাপতিসহ বড় অংশ শেখ হাসিনা মনোনীত প্রার্থীর বিরোধীতায় নেমেছেন। প্রকাশ্যে নির্বাচনি ব্যবস্থা নিয়ে বিতর্কিত মন্তব্যও করেছেন সাদিক অনুসারী আওয়ামী লীগ নেতারা। এই নিয়ে সাদিক বিরোধী পক্ষ নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশও করেছে।
এর আগে অস্ট্রলিয়ায় নাগরিকত্ব থাকার কারণে বরিশাল-৪ আসনে নৌকার মনোনয়ন পাওয়া কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহম্মেদের মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।


http://dlvr.it/SzpVNR

Post a Comment

0 Comments