Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বরিশালে বাস-ট্রলির সংঘর্ষে নিহত ২

বরিশালের উজিরপুরে বাস ও ট্রলির (থ্রি হুইলার) সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত সাতজন।
ঢাকা-বরিশাল মহাসড়কে নতুন শিকারপুর এলাকায় রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুজন হলেন ট্রলির চালক সোহরাব কবিরাজ ও তার সহযোগী রুবেল হাওলাদার।
উজিরপুর থানার ওসি মো. জাফর আহম্মেদ জানান, সাকুরা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। বাসটি নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির(থ্রি হুইলার টাইপ নসিমন/করিমন) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ছাড়া বাসের কমপক্ষে ৬ থেকে ৭ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার শিকার বাস ও ট্রলি জব্দ করা হয়েছে। মহাসড়কটিতে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। আর দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয়রা জানান, কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা খুবই কম ছিল। আর ট্রলিটি সড়কের মাঝ বরাবর দিয়ে যাচ্ছিল। সেই সঙ্গে দুর্ঘটনার সময় সাকুরা বাসের গতিও বেশ ছিল। যার কারণে ট্রলির সঙ্গে সংঘর্ষের পর সাকুরা বাসটি সড়কের অপর পাশে গাছের ওপর আছড়ে পড়ে।


http://dlvr.it/T0Xd7X

Post a Comment

0 Comments