রাতের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়া গাইবান্ধা শহরের ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার ১৬ ছাত্রের মধ্যে জমজ দুইভাই সহ চারজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।
মাত্রাতিরিক্ত জ্বর, বমি ও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রেফার করে গাইবান্ধার হাসপাতাল কর্তৃপক্ষ।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) এএসএম রুহুল আমিন।
তিনি বলেন, রংপুরে রেফার করা চার ছাত্রের ১০৪ ডিগ্রির ওপরে জ্বর এবং অতিরিক্ত পায়খানার সঙ্গে বমি, যা অস্বাভাবিক। কেননা ১০৪ ডিগ্রির বেশি জ্বর হলে শ্বাসকষ্টের সঙ্গে অতিরিক্ত খিঁচুনি হওয়ার আশঙ্কা রয়েছে। তখন আইসিইউ সাপোর্ট লাগবে। যা আমাদের হাসপাতালে নেই। ফলে তাদেরকে রংপুর মেডিক্যালে রেফার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় গাইবান্ধা শহরের ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার ১৬ ছাত্রকে গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করা হয়।
গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) এএসএম রুহুল আমিন বলেন, মঙ্গলবার সকালে গাইবান্ধার ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে ১৬ জন ছাত্র ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। অবস্থা পর্যবেক্ষণ করে তাদের সবাইকে ভর্তি নেয়া হয়েছে। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদের ফুড পয়জনিং হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
http://dlvr.it/Szl8LY
0 Comments