Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

আশুলিয়ায় সংঘর্ষে নারী পোশাকশ্রমিক নিহত

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় মঙ্গলবার সকালে দুটি কারখানার শ্রমিকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ হয়েছে।
এ ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহত ও অন্তত ২০ শ্রমিক আহত হয়েছেন।
আশুলিয়ার জিরাবো এলাকায় মাসকট গার্মেন্টস লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার সামনে ওই ঘটনা ঘটে।
প্রাণ হারানো রোকেয়া বেগম মাসকট গার্মেন্টস লিমিটেড নামের কারখানার সহকারী সেলাই মেশিন অপারেটর ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, আজ সকালে মাসকট গার্মেন্টসের শ্রমিকরা কাজ না করে কারখানার বাইরে চলে আসে। ওই সময় তাদের কারখানার সামনে রেডিয়্যান্ট গার্মেন্টসের কাজ বন্ধ করতে মাসকট কারখানার শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। একপর্যায়ে দুই গার্মেন্টসের শ্রমিকরাই সংঘর্ষে লিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। ইটপাটকেলের আঘাতে মাসকট কারখানার রোকেয়া বেগমের মৃত্যু হয়।
সংঘর্ষে উভয় পক্ষের আরও অন্তত ২০ শ্রমিক আহত হন। তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, সকালে মাসকট কারখানার শ্রমিকরা তাদের সামনের সম্ভবত রেডিয়্যান্ট নামের একটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় উভয়পক্ষের ইটপাটকেলের আঘাতে এক নারী শ্রমিক নিহত হন।
তিনি আরও জানান, ঘটনাস্থলে শিল্প পুলিশসহ জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত আছেন।


http://dlvr.it/TDKbnp

Post a Comment

0 Comments