বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের মধ্যে নওগাঁর সদর উপজেলায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে।
উপজেলার ডাক্তার মোড় এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ট্রাকটির মালিকের নাম ওয়াজেদ আলী। তিনি সদর উপজেলার কুমুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি নিজেই গাড়িটি ভাড়ায় চালাতেন।
ট্রাকের মালিক ওয়াজেদ আলী বলেন, যখন ভাড়া থাকে না, তখন ট্রাকটি ডাক্তার মোড় এলাকায় রাজশাহী-নওগাঁ সড়কের পাশে দাঁড় করিয়ে রাখি। বুধবার সারাদিন কোনো ভাড়া না পাওয়াই সকাল থেকেই গাড়িটি সড়কের পাশে দাঁড় করিয়ে রেখেছিলাম।
কে বা কারা রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। লোকজনের চিৎকার শুনে ছুটে এসে দেখি ট্রাকের সামনের আগুন জ্বলছে। লোকজনের সহায়তায় আগুন নিভিয়ে ফেলি। ট্রাকটি আমার রুজি-রুটির মাধ্যম। সেই ট্রাকে আগুন লাগিয়ে দিয়েছে। কি আর বলব।
নওগাঁ সদর থানার ওসি ফয়সান বিন আহসান বলেন, ট্রাকটি সদর উপজেলার ডাক্তার মোড় এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ট্রাকে কোনো মালামাল ছিল না। প্রথমে রাস্তা দিয়ে যাওয়া লোকজন ট্রাকটির সামনের অংশে আগুন জ্বলতে দেখতে পায়।
পথচারীদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। নাশকতা নাকি ট্রাকের ব্যাটারির শর্টসার্কিট থেকে ট্রাকে আগুন লেগেছে তা তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
http://dlvr.it/SzpVjN
0 Comments