কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শীতকালীন ছুটির সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ২ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটিতে বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়টি।
৭৯তম (জরুরি) অ্যাকাডেমিক কাউন্সিলের ভার্চুয়াল সভায় রোববার উপস্থিত থাকা একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেন।
সদস্যরা জানান, ২০২৩ সালের বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে আগামী ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বরে পর্যন্ত বন্ধ থাকার কথা থাকলেও অ্যাকাডেমিক কাউন্সিলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ সালের ২ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটিতে বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অ্যাকাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের পড়ালেখায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, সে দিক বিবেচনা করে এ নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
http://dlvr.it/Szz25d
0 Comments