চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।
চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী বছরের মার্চের ২ থেকে ১০ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। তবে কোন ইউনিটের পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে সে বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী মঙ্গলবার।
এ বছর বিভাগীয় পর্যায়ে পরীক্ষা গ্রহণের বিষয়েও চিন্তাভাবনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মঙ্গলবার নেয়া হবে।
রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির অনলাইন প্রথম সভায় এ তারিখ নির্ধারণ করা হয়।
সভা শেষে এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।
তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সাম্ভাব্য সময়সূচী আগামী ০২ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হবে কি-না এ বিষয়ে সিদ্ধান্ত হবে ১২ ডিসেম্বর। এ ছাড়া আবেদনের যোগ্যতা, পরীক্ষার মানবণ্টন, আবেদনের ফি ও অন্য বিষয় পরবর্তী সভাগুলোয় চূড়ান্ত করা হবে।
http://dlvr.it/Szz2KM
0 Comments