Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে দেয়া যাবে না: ইসি আনিছুর

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
ইসি আনিছুর রহমান বলেন, এবারের নির্বাচন আন্তর্জাতিক বিশ্ব পর্যবেক্ষণ করছে। ভোট সুষ্ঠু না হলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে। তাই কোনোভাবেই নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে দেয়া যাবে না।
তিনি বলেন, কমিশনের লক্ষ্য অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া। তাই যখন যা দরকার তা অবশ্যই করতে হবে।
এই নির্বাচন কমিশনার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীর কেউ অযাচিত হয়ে কাউকে আটক না করে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার নিরাপত্তার স্বার্থে প্রায় সব কেন্দ্রে সকালে ব্যালট পৌঁছাবে।
তিনি বলেন, একটি জোট ভোট প্রতিহত করার জন্য সহিংস কর্মসূচি দেবে। তাই সবার প্রতি একটাই নির্দেশনা নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য করা।
আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে ইসি আনিসুর রহমান বলেন, ভোটের দিন আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে শৈত্যপ্রবাহ থাকার সম্ভনা রয়েছে, সে অনুযায়ী আমাদের প্রস্তুতি নিতে হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার এবং মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মো. মাহমুদুল হোসাইন খান।


http://dlvr.it/T0rqJX

Post a Comment

0 Comments