Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

গণভবন হবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত গণভবনকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র-জনতা দখলে নেয়ার পর স্থাপনাটির যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে বড় কোনো পরিবর্তন না এনেই এটিকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বানানো হবে।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
আসিফ মাহমুদ বলেন, গণভবনকে জনগণ যে অবস্থায় রেখেছেন সে অবস্থায়ই থাকবে। অর্থাৎ গণভবনের বর্তমান অবস্থার বড় কোনো পরিবর্তন না করেই জাদুঘর প্রতিষ্ঠা করবে সরকার।
তিনি বলেন, দক্ষিণ কোরিয়ায় এমন স্মৃতি মেমোরিয়াল করা হয়েছিল। অন্য দেশেও হয়েছে। তাদের থেকে জেনে গণভবনকে স্মৃতি জাদুঘর করা হবে। সেখানে ফ্যাসিবাদী সরকারের কর্মকাণ্ড প্রদর্শিত হবে।
প্রসঙ্গত, গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর হাজারো ছাত্র-জনতা গণভবনে ঢুকে পড়ে। বিপুলসংখ্যক মানুষ সেখানে ঢুকে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। লুট করে নিয়ে যায় সেখানে থাকা অনেক জিনিসপত্র।


http://dlvr.it/TCsShX

Post a Comment

0 Comments