Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

‘নিকট ভবিষ্যতেও রেলের ভাড়া বাড়বে না’

ঈদের আগে রেলের ভাড়া বাড়বে না। এমনকি নিকট ভবিষ্যতেও রেলের ভাড়া বাড়ানো কোনো পরিকল্পনা আপাতত নেই।
রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম রোববার গণমাধ্যমকে এ কথা বলেছেন।
ঈদের আগে ১ এপ্রিল থেকে রেলওয়ের ভাড়া বাড়ছে- সম্প্রতি গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশ হলেও এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত আলীকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ট্রেনে রেয়াতি সুবিধা প্রত্যাহার করে ভাড়ার হার সমন্বয় করা হবে। দীর্ঘদিন রেলের ভাড়া বাড়ানো হয়নি। জ্বালানিসহ অন্যান্য যন্ত্রাংশের দাম বৃদ্ধির ফলে রেলের পরিচালন ব্যয় বৃদ্ধি পেয়েছে। তাই আয় বাড়ানোর লক্ষ্যে এখন যে ছাড় দেয়া হচ্ছে, তা আর না দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
মহাপরিচালকের এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী জিল্লুল হাকিম বলেন, তিনি (সরদার শাহাদাত আলী) কি সিদ্ধান্ত দেয়ার মালিক? আমি বলছি, এখন ভাড়া বাড়বে না।
কখনও বাড়ানোর প্রয়োজন হলে আপনাদের (সাংবাদিকদের) সঙ্গে আলাপ করে পরিস্থিতি ব্যাখ্যা করে সাধারণ মানুষকে জানান দিয়ে তারপর আমরা চিন্তা করব। এ নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের কোনো কারণ নেই।


http://dlvr.it/T4CFD3

Post a Comment

0 Comments