Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

গাজায় শিশুদের ওপর বোমা ফেলার সময় মানবাধিকার সংস্থাগুলো কোথায় থাকে: প্রধানমন্ত্রী

বিশ্বব্যাপী মানবাধিকার নিয়ে কথা বলা সংস্থাগুলো ফিলিস্তিনের গাজায় শিশুদের ওপর বোমা হামলার সময় কোথায় থাকে, সে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ প্রশ্ন করেন।
ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের গত বছরের ৭ অক্টোবরের হামলার পরিপ্রেক্ষিতে পাঁচ মাসের বেশি সময় ধরে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির হামলায় গাজায় প্রাণ গেছে কমপক্ষে ৩১ হাজার ৪৯০ জন ফিলিস্তিনির, যাদের মধ্যে ১২ হাজার ৩০০ শিশু ও আট হাজার ৪০০ নারী।
প্রধানমন্ত্রী বলেন, আজকে বিশ্বব্যাপী আমরা দেখি, অনেকে শিশু অধিকারের কথা বলে, শিশু শিক্ষার কথা বলে, মানবাধিকারের কথা বলে সোচ্চার। আর পাশাপাশি আমরা দেখি একটা দ্বিমুখী কার্যক্রম। সেই গাজায় শিশুদের ওপর যখন বোমা ফেলা হয়, হত্যা করা হয়, হাসপাতালে বোমা ফেলা হয়, ফিলিস্তিনিদের ওপর যখন আক্রমণ করা হয়, তখন আমি জানি না এই মানবাধিকার সংস্থাগুলো কোথায় থাকে। তাদের সেই মানবিকতাবোধটা কোথায় থাকে, সেটাই আমার প্রশ্ন।
আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। কারণ যুদ্ধের সেই ভয়াবহতা আমরা নিজেরাও দেখেছি ১৯৭১ সালে; পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে আমাদের ওপর অত্যাচার করেছে। আমরা সবসময় নির্যাতিত মানুষের পাশে আছি।


http://dlvr.it/T4BVt9

Post a Comment

0 Comments