Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

দুঃখী মানুষের আস্থার ঠিকানা হবে ঠাকুরগাঁও জেলা পরিষদ

ঠাকুরগাঁওয়ের জেলা পরিষদ উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল মজিদ আপেল নিজের অনুভূতি প্রকাশ করে বলেছেন দুঃখী মানুষের আস্থার ঠিকানা হবে জেলা পরিষদ।
জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে শনিবার বিকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল মজিদ আপেল বলেন, প্রয়াত আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী জেলা পরিষদকে গরীব ও দুঃখী মানুষের আস্থার জায়গা হিসেবে পরিচিতি লাভ করিয়েছেন। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখায় হবে আমার মূল কাজ।
তিনি বলেন, জেলা পরিষদ একটি আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান। জেলার প্রতিটি মসজিদ, মাদ্রাসা, মন্দিরে জেলা পরিষদের অনুদান পাঠিয়ে যেন প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে পারি সে লক্ষ্যে নিজের দায়িত্ব পালন করতে চাই এবং সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ও সুনাম অক্ষুণ্ন রাখতে চাই।
তিনি আরও বলেন, জেলা পরিষদ হবে একটি মানবিক স্থান, জেলা পরিষদ হবে দুঃখী মানুষের শেষ ঠিকানা।
গত বছর ২৪ অক্টোবর জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী ইন্তেকালের পর ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এ নির্বাচনে আবদুল মজিদ আপেলসহ তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন। এর মধ্যে একজন মনোনয়নপত্র প্রত্যাহার করেন এবং অপর একজনের মনোনয়নপত্র ত্রুটির কারণে বাতিল হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবদুল মজিদ আপেলকে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল হাসান।


http://dlvr.it/T3sF9y

Post a Comment

0 Comments