Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

কুমিল্লায় ভোটকেন্দ্রের পাশে গোলাগুলি: একজন গুলিবিদ্ধসহ দুজন আহত

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উপনির্বাচনে কুমিল্লা নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের একটি ভোটকেন্দ্রের পাশে গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন।
নগরীর মুন্সী এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোলাগুলির ঘটনায় ঘোড়া প্রতীকের সমর্থিত জহিরুল আহমেদ গুলিবিদ্ধ হন এবং এ সময় আহত হন তুহিন নামের এক ব্যক্তি।
জহিরুল ও তুহিনকে স্থানীয়দের সহযোগিতায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এ ঘটনায় আহত জহিরুল বলেন, ভোট ক্যাম্পের পাশে আমি দাঁড়িয়ে থাকলে বাস মার্কার সমর্থক মহানগর ছাত্রলীগ নেতা সুজন আমাকে ও তুহিনকে পুলিশের সামনেই গুলি করে।
প্রিজাইডিং অফিসার হাসান আহমেদ কামরুল বলেন, ঘটনাটি ভোটকেন্দ্রের সীমানার বাহিরে ঘটেছে। আমি বিষয়টি ম্যাজিস্ট্রেটকে জানিয়েছি।
ঘোড়া প্রতীকের মেয়র প্রার্থী নিজাম উদ্দীন কায়সারের অভিযোগ, যেখানেই ঘোড়া প্রতীকের কর্মী সমর্থক পাচ্ছে সেখানেই হামলা হচ্ছে। বাস প্রতীকের কর্মী সমর্থকরা এ ঘটনা ঘটাচ্ছে।
এদিকে অভিযোগ অস্বীকার করে বাস প্রতীকের মেয়র প্রার্থী ডা. তাহসীন বাহার সূচনা বলেন, নিজেরা নিজেরা মারামারি করেছে। ভোট সুষ্ঠু হচ্ছে। বাস প্রতীকের বিজয় হবে।
এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।


http://dlvr.it/T3qRh4

Post a Comment

0 Comments