Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

গাজায় ত্রাণ নিয়ে যেতে প্রস্তুত সাইপ্রাসের জাহাজ

প্রয়োজনীয় মানবিক সাহায্য বহনকারী একটি জাহাজ এ সপ্তাহান্তে সাইপ্রাস থেকে গাজার উদ্দেশে যাত্রা করবে বলে আশা করা হচ্ছে।
গাজার নিকটতম ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) দেশ সাইপ্রাস থেকে ওপেন আর্মস নামে একটি স্প্যানিশ জাহাজ ত্রাণ নিয়ে রওনা হতে প্রস্তত আছে বলে জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, গাজা স্ট্রিপের এক চতুর্থাংশ জনসংখ্যা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে আছে- জাতিসংঘের এমন সতর্কবার্তার পর উপত্যকায় সহায়তা পাঠাচ্ছে সাইপ্রাস।
স্প্যানিশ দাতব্য সংস্থা ওপেন আর্মসের এ জাহাজটি আগামী কয়েকদিনের মধ্যে গাজায় পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
ওপেন আর্মসের প্রতিষ্ঠাতা অস্কার ক্যাম্পস অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, এটি যুক্তরাষ্ট্রের দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন দ্বারা সরবরাহিত ২০০ টন খাদ্য বোঝাই করে নিয়ে যাবে। জাহাজটি এ সপ্তাহান্তে সাইপ্রাসের লারনাকা বন্দর ত্যাগ করবে এবং গাজার উপকূলে একটি অজ্ঞাত স্থানে পৌঁছাতে কয়েক দিন সময় লাগবে।
ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন বলছে, তারা শিপিং রুট খোলার জন্য সপ্তাহ ধরে অপেক্ষা করছে।
এর আগে সমুদ্রপথে আরও বেশি পরিমাণ মানবিক সহায়তা পাঠাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী গাজা উপকূলে একটি অস্থায়ী বন্দর নির্মাণ করবে বলে জানান প্রেসিডেন্ট জো বাইডেন।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির শুক্রবারের প্রতিবেদনে জানানো হয়, বন্দরটি ফিলিস্তিনিদের জন্য প্রতিদিন শতশত অতিরিক্ত ট্রাক পরিমাণ মানবিক সহায়তার দিতে পারবে।
তবে যুক্তরাষ্ট্রের এ অস্থায়ী ঘাট এবং ইইউ এর সমুদ্র করিডোর একসঙ্গে কাজ করবে কি না বা কীভাবে, তা স্পষ্ট নয়।


http://dlvr.it/T3qQ6B

Post a Comment

0 Comments