Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

রোগীর মৃত্যুতে হাসপাতালে ভাঙচুর: কর্মবিরতি প্রত্যাহার ইন্টার্ন চিকিৎসকদের

জামালপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনায় ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।
বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান জানান, কর্মবিরতি প্রত্যাহার করে আজ বুধবার সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ দিয়েছেন।
তিনি বলেন, হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে গুল মাহমুদ নামে এক রোগীর মৃত্যু হলে মঙ্গলবার মধ্যরাতে তার দুই ছেলে হায়দার ও হাফিজ ইন্টার্ন চিকিৎকদের ওপর হামলা করেন। এতে ইন্টার্ন চিকিৎসক মঞ্জুরুল হাসান জীবন, ফাহমিদুল ইসলাম ফাহাদ ও তুষার আহমেদ আহত হন ও ডাক্তারের কক্ষ ভাঙচুর করা হয়।
এরপর থেকে ঘটনার সঙ্গে জড়িত হামলাকারীদের গ্রেপ্তার, শাস্তি ও ইন্টার্নদের নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
পরে মৃত রোগীর ছেলে হায়দারকে আটক করে পুলিশ। এই ঘটনায় জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।


http://dlvr.it/T40PFy

Post a Comment

0 Comments