কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজের দুদিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী জেলার রায়পুরা থানার মাহমুদাবাদ টানপাড়া এলাকা থেকে বুধবার সকালে যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
প্রাণ হারানো ৩০ বছর বয়সী মোস্তফা মিয়া উপজেলার সাদেকপুর পূর্বপাড়ার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরে একটি জুতা তৈরির কারখানায় কাজ করতেন যুবক মোস্তফা মিয়া। পবিত্র রমজান উপলক্ষে পরিবারের সঙ্গে প্রথম রমজান পালনের জন্য সোমবার চট্টগ্রাম থেকে ট্রেনে করে ভৈরবের উদ্দেশে রওনা করেন। কিন্তু সঠিক সময়ে বাড়িতে না ফেরায় যুবকের মুঠোফোনে কল দিলে সেই সময়ে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মিলেনি। পরিবার বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারে ঢাকা-সিলেট মহাসড়কে পড়ে থাকা এক অজ্ঞাত পরিচয়ে যুবকের সন্ধান করা হচ্ছে। তারপরই স্বজনরা মোস্তফার পরিচয় শনাক্ত করে।
মোস্তফার বড় ভাই আল আমিন বলেন, বাড়িতে আসার সময় পার হয়ে গেলে তার মোবাইলে কল দিলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। সারা দিন পার হয়ে রাত হয়ে গেলেও বাড়িতে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তার কোন খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে বুধবার সকালে ফেসবুকে ভাইয়ের মরদেহের ছবি দেখে তারা মোস্তফা চিনতে পারে।
কে বা কারা মোস্তফাকে মেরেছে তার সঠিক তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি।
এ বিষয়ে ভৈরব থানার ওসি মো.সফিকুল ইসলাম জানান, পার্শ্ববর্তী রায়পুরা থানা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ, তবে এখন মরদেহের পরিচয় পাওয়া গেছে।
নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।
http://dlvr.it/T40Mp5
0 Comments