Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

জাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করতে গিয়ে হামলার শিকার হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের গেটে এই হামলার ঘটনা ঘটে।
ছাত্রদলের নেতাকর্মীরা এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ঢাকা-আরিচাগামী সড়কে একটি মিছিল বের করেন। মিছিলটি মীর মশাররফ হোসেন হলের গেটে পৌঁছলে ছাত্রলীগ তাদের ওপর হামলা চালায়। এ সময় ছাত্রদল নেতা নাইমুর হাছান কৌশিক ও মুরাদ হোসেন আহত হন। আর শফিকুল ইসলামকে হলে ধরে নিয়ে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. আক্তারুজ্জামান সোহেল বলেন, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সিএন্ডবি এলাকায় বাসে আগুন দিতে আসে ছাত্রদলের নেতাকর্মীরা। খবর পেয়ে ছাত্রলীগের কয়েকজন কর্মী তাদের বাধা দিতে যায়। তখন ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর ইট-পাটকেল ছুড়ে হামলা চালায়।
শহীদ রফিক জব্বার হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক বলেন, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করতে ঘোষিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদকে শুভেচ্ছা জানাতে আমরা জাবি ছাত্রদল ডেইরি গেট থেকে মিছিল বের করি। মিছিলটি মীর মোশাররফ হোসেন হলের গেটে এলে ছাত্রলীগের গুন্ডা বাহিনী আমাদের ওপর অর্তকিত হামলা চালায়। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।
ছাত্রদলের মিছিলে উপস্থিত ছিলেন রাকিবুল হাসান শুভ, সেলিম রেজা, ইকবাল হোসাইন, যুবায়ের আল মাহমুদ, নাইমুর হাছান কৌশিক, শফিকুল ইসলাম, রাজিব আহম্মেদ, এম আর মুরাদ, রাজু, আলামীন, রাজন মিয়া, শাফায়াত হোসেন, শরিফ হোসেন, রিফাত, নাইমসহ সংগঠনের অনেকে।


http://dlvr.it/T3f8NG

Post a Comment

0 Comments