Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

শুধু নিবন্ধিত অনলাইন পোর্টাল চালানোর অনুমতি দেয়া হবে: আরাফাত

মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানোর বিরুদ্ধে চলমান লড়াইয়ে জেলা প্রশাসকদের সহায়তা চেয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেছেন, সংবাদ মাধ্যমে দায়বদ্ধতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কেবল নিবন্ধিত ও পেশাদার অনলাইন নিউজ পোর্টালগুলোকে চালানোর অনুমতি দেয়া হবে।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলমান জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে মঙ্গলবার ডিসিদের সঙ্গে অনুষ্ঠিত সভা শেষে তথ্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনার বিষয় সম্পর্কে মোহাম্মদ আলী আরাফাত বলেন, কিছু অনিবন্ধিত অনলাইন পোর্টাল রয়েছে যারা গুজব ছড়ায়। এই অনলাইন পোর্টালগুলোকে মূলধারায় আনার একটি পরিকল্পনা রয়েছে আমাদের।
তিনি বলেন, সংবাদ মাধ্যমে শৃঙ্খলা প্রতিষ্ঠা, সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও গণমাধ্যমকর্মীদের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নে সাংবাদিকদের দাবির সঙ্গে জেলা প্রশাসকরাও একমত পোষণ করেছেন।
ডিসিরা গুজব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং গুজবের বিরুদ্ধে তাদেরকে লড়াই চালানোর বিষয়ে কথা বলেছি।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, তবে অনলাইনে চালানো গুজবের বিরুদ্ধে শুধু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের লড়াই চালানো সম্ভব নয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়সহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, ডিসিদের তৃণমূল পর্যায়ের লোকদের সঙ্গে নিবিড় সংযোগ স্থাপন করতে হবে। কারণ যে কোনো ধরনের গুজবে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় তাদের (ডিসি) ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ক্যাবল অপারেটরদের প্রচারিত কনটেন্টগুলোর নির্ভুলতা নিশ্চিত করতে সেগুলো পর্যবেক্ষণ করার জন্য জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।


http://dlvr.it/T3dyJt

Post a Comment

0 Comments