Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

চুয়াডাঙ্গায় ফের তীব্র তাপপ্রবাহ, তাপমাত্রা ৪০ ডিগ্রিতে

চুয়াডাঙ্গায় আবারও বাড়তে শুরু করেছে তাপমাত্রা। গত কয়েক দিন ধরে এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। শুক্রবার তীব্র তাপপ্রবাহ শুরু হয় সীমান্তবর্তী জেলাটিতে।
সরকারি ছুটির দিন সকাল থেকেই উত্তপ্ত হতে শুরু করে জেলাটি। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় গরমে অস্বস্তিও বাড়তে থাকে। এতে দুর্বিষহ হয়ে পড়ে জনজীবন।
জেলায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন শ্রমজীবীরা। একটু ছায়া পেলেই বিশ্রাম নেন তারা।
দেশের কোনো অঞ্চলের তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেখানে মৃদু তাপপ্রবাহ বা দাবদাহ বইছে ধরা হয়।
তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তীব্র দাবদাহ ধরা হয়। অন্যদিকে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে বলা হয় অতি তীব্র দাবদাহ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, আজ বিকেল তিনটায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস।
পুরো এপ্রিল এবং মে মাসের প্রথম সপ্তাহে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি থেকে অতি তীব্র আকারের তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। বৃষ্টির পর তাপমাত্রা সহনীয় হলেও মাঝারি থেকে তীব্র তাপদাহে আবারও অস্বস্তিতে ফিরে জনজীবনে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, কয়েক দিন ধরে অব্যাহত থাকা মাঝারি তাপপ্রবাহ আজ তীব্র তাপপ্রবাহে রূপ নেয়। বিকেলে তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসে আর্দ্রতা ছিল ৪২ শতাংশ।


http://dlvr.it/T7Ks7P

Post a Comment

0 Comments