Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

প্রতীকে মিল না থাকায় বগুড়া সদরে ভোট স্থগিত

বরাদ্দ করা প্রতীকের সঙ্গে ব্যালট পেপারে ছাপানো প্রতীকের মিল না থাকায় বগুড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ হয়েছে।
বগুড়ার জেলা প্রশাসক ও নির্বাচনে আপিল গ্রহণকারী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক বলেন, বগুড়া সদর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে ইফতারুল ইসলাম মামুন নামে এক প্রার্থীকে আইসক্রিম প্রতীক বরাদ্দ দেয়া হয়েছিল। তবে প্রতীক বরাদ্দের দিন তাকে কাঠিযুক্ত আইসক্রিমের যে ছবি দেখানো হয়েছিল, বুধবার ভোট গ্রহণকালে ব্যালটে তার পরিবর্তে কোণ জাতীয় আইসক্রিম প্রতীক দেখা গেছে।
এ নিয়ে ওই প্রার্থী আমাদের কাছে অভিযোগ করেন। এরপর বিষয়টি আমরা নির্বাচন কমিশনে অবহিত করলে কর্তৃপক্ষ ওই পদে ভোটগ্রহণ স্থগিতের নির্দেশ দেন।
বুধবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই ইফতারুল ইসলাম মামুন অভিযোগ করেন, প্রতীক বরাদ্দের দিন তাকে কাঠিওয়ালা আইসিক্রিমের ছবি দেয়া হয়। সেই আইসক্রিমের ছবি নিয়ে নির্বাচনি প্রচারণা চালান তিনি। কিন্তু ভোট শুরু হওয়ার পর দেখা যায়, ব্যালটে সেই প্রতীক নেই। কাঠিওয়ালা আইসক্রিমের বদলে কুলফি (কোন জাতীয়) আইসক্রিমের ছবি দেয়া হয়েছে।
তিনি বলেন, এতে ভোটাররা আমার প্রতীক চিনতে পারছেন না। বিষয়টি আমি রিটার্নিং কর্মকর্তাকে জানাই।


http://dlvr.it/T7YG3g

Post a Comment

0 Comments