Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

রাইসিসহ সবার মরদেহ উদ্ধার, ইরানে ৫ দিনের শোক

হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্টসহ আরও যারা নিহত হয়েছেন তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার ইরানের রেড ক্রিসেন্ট প্রধান পীর হোসেন কুলিভান্দ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, শহীদদের মরদেহ ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবরিজে পাঠানোর প্রক্রিয়া চলছে।
উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে বলেও এসময় উল্লেখ করেন এ কর্মকর্তা।
এদিকে এ ঘটনায় পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
একইসঙ্গে ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট পদে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের নিয়োগের বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।
ইরানের সরকারি আইআরএনএ প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, খামেনি বলেছেন- আমি ৫ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। ইরানের জনগণের প্রতিও আমার সমবেদনা জানাচ্ছি।
তিনি বলেন, মোখবার নির্বাহী শাখা পরিচালনা করবেন এবং আইনসভা ও বিচারবিভাগীয় প্রধানদের সঙ্গে মিলে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থা করবেন।
ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সংবিধানের ১৩১ অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্বরত কোনো প্রেসিডেন্ট মারা গেলে ভাইস প্রেসিডেন্ট দায়িত্বগ্রহণ করবেন। ফলে নিয়ম অনুযায়ী ৬৮ বছর বয়সী মোখবারকেই অন্তবর্তী প্রেসিডেন্ট করা হয়েছে।
ইব্রাহিম রাইসির উত্তরসূরি বেছে নিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের জন্য ইরানের হাতে সর্বোচ্চ ৫০ দিন আছে।


http://dlvr.it/T77h10

Post a Comment

0 Comments