Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বিদেশ কেন্দ্রে পাস ৮৫.৮৮ শতাংশ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় বিদেশের কেন্দ্রে অংশ নেয়া ৩৪৭ জনের মধ্যে পাস করেছেন ২৯৮ পরীক্ষার্থী।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী রোববার সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন।
তিনি জানান, এ বছর বিদেশে অনুত্তীর্ণ পরীক্ষার্থী ৪৯ জন। শতকরা পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ। শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠান দুটি। মোট কেন্দ্র ছিল ৮টি।
সংবাদ সম্মেলনে রোববার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
তিনি জানান, এ বছর সব শিক্ষা বোর্ডে সারা দেশে গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ, যা ২০২৩ সালে ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে দুই দশমিক ৬৫ শতাংশ, তবে আগের বছরের তুলনায় গড় পাসের হার বাড়লেও কমেছে জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।
মন্ত্রী জানান, এ বছর জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী, যেখানে ২০২৩ সালে জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৮৩ হাজার ৫৭৮। গত বছরের চেয়ে এবার এক হাজার ৪৪৯ জন কম শিক্ষার্থী এ প্লাস পেয়েছে।
এর আগে গণভবনে রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর করা হয়।


http://dlvr.it/T6m94B

Post a Comment

0 Comments