Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

এসএসসি ও সমমানে গড় পাস ৮৩.০৪ শতাংশ

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় গড়ে পাস করেছে ৮৩ দশমিক ০৪ শতাংশ শিক্ষার্থী।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী রোববার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের ফলের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রী।
তিনি জানান, এ বছর সব শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ, যা ২০২৩ সালে ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে দুই দশমিক ৬৫ শতাংশ।
এবার সব শিক্ষা বোর্ডে পাস ও এ প্লাস তথা জিপিএ ফাইভে ছাত্রীরা এগিয়ে আছে জানিয়ে মন্ত্রী বলেন, এ বছর সকল শিক্ষা বোর্ডে উত্তীর্ণ মোট ছাত্রের চেয়ে ৫৯ হাজার ৪৭ জন বেশি ছাত্রী উত্তীর্ণ হয়েছে এবং ছাত্রের চেয়ে ১৫ হাজার ৪২৩ জন বেশি ছাত্রী জিপিএ ফাইভ পেয়েছে।
তিনি জানান, এ বছর জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী। গত বছরের চেয়ে এবার এক হাজার ৪৪৯ জন কম শিক্ষার্থী এ প্লাস পেয়েছে।
মন্ত্রী জানান, এবার এসএসসি ও সমমানে মোট শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ১৪৭টি। অন্যদিকে মোট কেন্দ্র কমেছে ১১টি।


http://dlvr.it/T6m5Qk

Post a Comment

0 Comments