Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

জয়ী প্রার্থীর সমর্থককে তুলে নিয়ে মারধরের মামলায় পরাজিত প্রার্থী গ্রেপ্তার

নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীর এক সমর্থককে তুলে নিয়ে মারধরের মামলায় পরাজিত প্রার্থী ও তার গাড়ির ড্রাইভারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শহরতলীর তালতলা হাফরাস্তা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুইজন হলেন জামিল হোসেন মিলন ও তার ড্রাইভার বাশার।
নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ নির্বাচনের টানা তৃতীয়বার নির্বাচিত চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানের কাপ পিরিচ মার্কায় ভোট করেন রুবেল ইসলাম।
এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাত ৯টার দিকে পরাজিত চেয়ারম্যান প্রার্থী জামিল হোসেন মিলন ও তার সমর্থকরা রুবেলকে বাড়ি থেকে তুলে মিলনের চেম্বারে নিয়ে যায়। সেখানে রুবেলকে মারধর করা হয়। এতে রুবেলের হাত, পা ও মাথায় গুরুতর জখম হয়।
তিনি জানান, খবর পেয়ে ডিবি ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিলনের চেম্বার থেকে রুবেলকে গুরুতর জখম অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ প্রথমে মিলনের গাড়ির চালক বাশারকে আটক করে। পরে রাতেই অভিযান চালিয়ে মিলনকে সদর থানায় নেয়া হয়।
রুবেলের বাবা থানায় মিলনকে প্রধান আসামিসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে মামলা করেন।
শরিফুল ইসলাম রমজান জানান, একজন প্রার্থী কর্তৃক নির্বাচন পরবর্তী এ রকম সহিংসতা কোনোভাবেই মেনে নেয়া যায় না।
এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তিনি।


http://dlvr.it/T6gtfV

Post a Comment

0 Comments