ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে হত্যার উদ্দেশে অপহরণের মামলায় গ্রেপ্তার তিন আসামিকে আরও পাঁচ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
শুক্রবার এক আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিকের আদালত এ রিমান্ডের আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া তিন আসামি হলেন-শিমুল ভুঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুঁইয়া ওরফে আমান উল্লাহ সাঈদ (৫৬), তানভীর ভুঁইয়া (৩০) ও শিলাস্তি রহমান (২২)।
প্রথম দফায় আট দিনের রিমান্ড শেষে এদিন দুপুরে তিন আসামিকে আদালতে হাজির করে আবারও ৮ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে গত ২৪ মে এই তিন আসামির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
গত ১২ মে সন্ধ্যায় আনোয়ারুল আজীমের মেয়ে মুমতারিন ফেরদৌস শেরেবাংলা নগর থানায় এই মামলাটি করেন।
তিনবারের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার গত ১১ মে চিকিৎসার জন্য ভারতে ভারত গিয়ে নিখোঁজ হন।
এর কদিনের মাথায় ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, নিউ টাউনের এক বাড়িতে খুন হয়েছেন এমপি আনার। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ দায়িত্বশীল পক্ষে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারতীয় পুলিশের তথ্যে দেশে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এমপি আনারের মরদেহ পাওয়া যায়নি। এ নিয়ে তদন্ত চলছে।
http://dlvr.it/T7fMNq
0 Comments