Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

মঠবাড়িয়ায় চেয়ারম্যান প্রার্থী রিয়াজের প্রার্থিতা বাতিল

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. রিয়াজ উদ্দিন আহম্মেদের প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার দুপুরে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় নির্বাচন কমিশনে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল রিয়াজ উদ্দিনকে। সোমবার (২০ মে) নির্বাচন পরিচালনা-২ অধিশাখা থেকে কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে তলবের আদেশ দেয়া হয়।
এর আগে ১৩ মে মঠবাড়িয়ার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। ইসির পক্ষ থেকে ওইদিন প্রার্থীদের সব ধরনের সভা-সমাবেশ করতে নিষেধ করা হয়।
কমিশনের আদেশ অমান্য করে মঠবাড়িয়া পৌরসভার সামনে বিশাল মিছিল ও সমাবেশ করেন রিয়াজ। এরপর ১৪ মে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলে রিটার্নিং অফিসারের কাছে জবাব দেন এই প্রার্থী।
সন্তোষজনক জবাব না পাওয়ায় কেন প্রার্থিতা বাতিল করা হবে না সেই ব্যাখ্যা দিতে ২৩ মে কমিশনে তলব করা হয় রিয়াজকে।
ইসি সচিব বলেন, শুনানিতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন রিয়াজ।
ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্য পর্যালোচনা ও শুনানি নেয়ার পর আচরণবিধি লঙ্ঘনের ঘটনাটি বিবেচনায় নিয়ে কমিশন সর্বসম্মতভাবে এই প্রার্থীর প্রার্থিতা বাতিল করে।


http://dlvr.it/T7HPKw

Post a Comment

0 Comments