Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও স্বাস্থ্যবিধি অমান্য করায় মেহেরপুরের গাংনীর আমিন মিষ্টান্ন ভান্ডার নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
উপজেলা সদরে বুধবার দুপুরে চালানো অভিযানে এ জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুরের সহকারী পরিচালক সজল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আমিন মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করে বিক্রি করা হয়।
এ ছাড়াও কারখানার শ্রমিকরা স্বাস্থ্যবিধি না মেনে মিষ্টি বানান। এসব কারণে ভোক্তা অধিকার আইনে দোকানটির মালিককে দোষী সাব্যস্ত করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা আবদুর রাজ্জাক, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি পরিদর্শক মশিউর রহমান ও পুলিশ সদস্যরা।


http://dlvr.it/T6vjsB

Post a Comment

0 Comments