Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

হ্যাটট্রিকের পথে মোদি: বুথফেরত জরিপ

ভারতে সাত ধাপে প্রায় ৬ সপ্তাহ ধরে চলা লোকসভা নির্বাচন শেষে হয়েছে শনিবার। মঙ্গলবার (৪ জুন) এ নির্বাচনের ফলাফল ঘোষণা করবে দেশটির নির্বাচন কমিশন। তবে এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমের বুথফেরত জরিপে বলা হচ্ছে, বিপুল ব্যবধানে জিতে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি।
যদিও এসব জরিপের ফলাফল অনেক সময় উল্টে যেতে দেখা যায়। তবে এনডিটিভির খবরে বলা হয়েছে, সন্ধ্যার দিকে দেশটির অন্তত ছয়টি গণমাধ্যমের বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট লোকসভার ৩৫৭টিরও বেশি আসনে জয় পেতে যাচ্ছে। অন্যদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া জোট ১৪৮ আসন পাবে বলে ওইসব জরিপের ধারণা করা হয়েছে।
জান কী বাতের দেয়া ভোটের হিসেবে দেখানো হয়েছে, এনডিএ ৩৬২ থেকে ৩৯২ আসনে জয় পেতে পারে। আর বিরোধী জোট পাবে ১৪১ থেকে ১৬১।
ভারতের সংবিধান অনুযায়ী, কোনো দল বা জোট যদি সরকার গঠন করতে চায় তাহলে তাদের লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে কমপক্ষে ২৭২টিতে জয় পেতে হবে।
ভারতের এবারের লোকসভা নির্বাচনে দুটি বড় জোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ এবং অন্যটি কংগ্রেসের নেতৃত্বাধীন ইনডিয়া জোট।


http://dlvr.it/T7hs8B

Post a Comment

0 Comments