দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার প্রশাসনিক রাজধানী লা পাজে প্রেসিডেন্টের প্রাসাদ থেকে বুধবার সন্ধ্যায় পিছু হটেছেন অভ্যুত্থানের চেষ্টা করা সামরিক বাহিনীর সদস্যরা।
এ ঘটনায় এক জেনারেলকে গ্রেপ্তারের খবর জানিয়েছে রয়টার্স।
বার্তা সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট লুইস আস এ অভ্যুত্থানচেষ্টার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সমর্থন চেয়েছেন।
এর আগে সামরিক কমান্ড থেকে সম্প্রতি দায়িত্বচ্যুত জেনারেল হুয়ান হোসে জুনিগার নেতৃত্বাধীন কয়েকটি সামরিক ইউনিট লা পাজের প্রাণকেন্দ্রে প্লাজা মুরিল্লো নামের চত্বরে জড়ো হয়। এ চত্বরেই বলিভিয়ার প্রেসিডেন্ট প্রাসাদ ও কংগ্রেস।
এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, একটি সাঁজোয়া যান প্রেসিডেন্ট প্রাসাদের দরজায় ধাক্কা মারার পর সেনারা দ্রুত ছুটছিলেন।
বাইরে সশস্ত্র সেনাদের অবস্থানের মধ্যে প্রাসাদ থেকে প্রেসিডেন্ট আস বলেন, দেশ সামরিক অভ্যুত্থানচেষ্টার মুখোমুখি। বলিভিয়া আরও একবার কায়েমি স্বার্থের মুখোমুখি, যা দেশ থেকে গণতন্ত্রকে মুছে ফেলতে চায়।
দেশটির জনগণের উদ্দেশে তিনি বলেন, আজ বলিভিয়ার জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে। অভ্যুত্থান রুখে দিয়ে গণতন্ত্রের পক্ষে সংগঠিত ও জড়ো হওয়া দরকার বলিভিয়ার জনগণের।
এর কয়েক ঘণ্টা পর প্লাজা মুরিল্লো থেকে সেনাদের সরে যাওয়ার পাশাপাশি পুলিশকে স্থানটির নিয়ন্ত্রণ নিতে দেখেন এক প্রত্যক্ষদর্শী।
বলিভিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভ্যুত্থানচেষ্টায় নেতৃত্ব দেয়া জুনিগাকে গ্রেপ্তার করে প্রাসাদ থেকে নিয়ে গেছে, তবে তাকে কোথায় নেয়া হয়েছে, তা নিশ্চিত হতে পারেনি রয়টার্স।
http://dlvr.it/T8qV5q
0 Comments