Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাংগো স্পেশাল ট্রেনের যাত্রা শুরু

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু হয়েছে আম পরিবহনের বিশেষ ম্যাংগো স্পেশাল ট্রেন।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে প্রায় এক হাজার ৮০০ কেজি আম নিয়ে যাত্রা শুরু করে ম্যাংগো স্পেশাল ট্রেন।
কম খরচে আম পরিবহনের বিষয়টি মাথায় রেখে বিগত বছরগুলোর ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো আম পরিবহনের বিশেষ এ ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।
ম্যাংগো স্পেশাল ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি কেজি আম পরিবহনে খরচ হবে ১ টাকা ৪৮ পয়সা।
সোমবার বিকেল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে ম্যাংগো ও ক্যাটল ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছমিনা খাতুন, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আসাদুল হক, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফী নূর মোহাম্মদসহ অনান্যরা।
এর আগে, বিকেল ৪টায় রহনপুর স্টেশন থেকে ১ হাজার ২০ কেজি আম নিয়ে যাত্রা শুরু করে ম্যাংগো স্পেশাল ট্রেনটি। এরপর নাচোল, আমনুরা জংশন হয়ে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে ট্রেনে আরও ৭৮৫ কেজি ওঠানো হয়। পরে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আম নিয়ে সন্ধ্যা ৬টায় রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।
এরপর রাজশাহী, সরদহ রোড, আনাড়ী, আব্দুল্লাহপুর, ঈশ্বরদী, পোড়াদহ, রাজবাড়ি, ফরিদপুর ও ভাঙ্গা হয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকায় পৌঁছাবে আমের এ বিশেষ ট্রেন।
চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের মাস্টার মোহাম্মদ ওবাইদুল্লাহ জানান, এ ট্রেনে আম ছাড়াও শাকসবজি, ডিমসহ অনান্য কৃষিপণ্য পরিবহন করা যাবে।
তিনি আরও বলেন, আজ উদ্বোধন করা হলেও আগামী ১২ তারিখ থেকে তিনদিন ক্যাটল স্পেশাল ট্রেন চলাচল করবে।


http://dlvr.it/T852PM

Post a Comment

0 Comments