Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

নওগাঁয় ৬৪ কেজি গাঁজাসহ আটক ৩

নওগাঁয় অভিনব পন্থায় গাঁজা বহনের সময় তিনজনকে আটক করেছে র্যাব। ৬৪ কেজি গাঁজা উদ্ধারসহ একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।
শুক্রবার শহরের বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয় বলে র্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- কুমিল্লা জেলার কোতয়ালী থানার বসন্তপুর গ্রামের সাদ্দাম হোসেন (২৮), কুটিশহর গ্রামের আলমগীর হোসেন (৩৮) এবং বড় জ্বলা গ্রামের শাওন (২১)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিনব পদ্ধতিতে ওপরের অংশ কাটা মাইক্রোর সিটের নিচে পাটাতনের প্লেন শীটের নিচে লুকানো অবস্থায় একটি মাইক্রোতে গাঁজা নিয়ে নওগাঁর ওপর দিয়ে যাচ্ছিল চক্রটি। র্যাব সদস্যরা ওই খবরে নওগাঁ শহরের বাইপাস ঠ্যাংভাঙ্গা মোড়ে অবস্থান নেন। সন্দেহ হলে মাইক্রোটি থামিয়ে তল্লাশি চালানো হয়।
এতে আরও বলা হয়, চালক শহিদুল (২৫) সহ অজ্ঞাতনামা আরও দুজন কৌশলে পালিয়ে যায়। আটক সাদ্দাম ও পলাতক শহিদুল (চালক) চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ করে আসছে বলে জানা যায়।
আটক সাদ্দাম জানান, অজ্ঞাতনামা পলাতক আরও দুজন একই অঞ্চলের বাসিন্দা। তারা দীর্ঘদিন কুমিল্লার সীমান্তবর্তী অঞ্চল হতে গাঁজার চালান সংগ্রহ করে আইনশৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রাইভেট কারে গাঁজা সরবরাহ করে আসছিল।
যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে আটক ব্যক্তিদের।


http://dlvr.it/T8cLHG

Post a Comment

0 Comments