ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় তদন্তের অংশ হিসেবে তল্লাশি চালিয়ে পশ্চিমবঙ্গের একটি খাল থেকে হাড় উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানায়, রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার কাছে খাল থেকে হাড়গুলো উদ্ধার করা হয়।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, ভানগড়ের কৃষ্ণমাটি গ্রামে বাগজোলা খালের দক্ষিণ-পূর্ব প্রান্তে হাড়গুলোর সন্ধান পান উদ্ধারকারীরা।
সিআইডির কর্মকর্তা এনডিটিভিকে জানান, এমপি আনার হত্যার ঘটনায় নেপাল থেকে গ্রেপ্তার অন্যতম সন্দেহভাজন সিয়াম হোসেনকে জিজ্ঞাসাবাদের পর হাড়গুলো উদ্ধার করা হয়।
তিনি বলেন, উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত মেডিক্যাল অফিসার ও ফরেনসিক বিশেষজ্ঞরা হাড়গুলো মানুষের বলে ধারণা করছেন।
ওই কর্মকর্তা আরও বলেন, হাড় উদ্ধারের ঘটনায় সিআইডি বিজয়গঞ্জ বাজার থানায় মামলা করেছে।
হাড়গুলোকে শিগগিরই ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানান তিনি।
সিআইডির কর্মকর্তা বলেন, বাংলাদেশি এমপির দেহের অন্যান্য অংশের সন্ধানে তল্লাশি চলছে।
এর আগে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে প্রায় সাড়ে তিন কেজি টুকরা মাংস উদ্ধার করে সিআইডি। ওই ফ্ল্যাটেই গত ১২ মে সর্বশেষ দেখা গিয়েছিল এমপি আনারকে।
দুটি জায়গা থেকে উদ্ধার হওয়া মাংস ও হাড় আনারের কি না, তা নিশ্চিত হতে আগামী সপ্তাহে তার মেয়ে কলকাতায় আসতে পারেন বলে জানিয়েছে সিআইডি।
চিকিৎসার জন্য কলকাতা গিয়ে গত ১২ মে থেকে নিখোঁজ ছিলেন আনার। এ ঘটনায় আনারের এক সহকারী গত ১৮ মে থানায় অভিযোগ করেন।
http://dlvr.it/T82GyX
0 Comments