Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

গাজায় দুটি শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ১৭

গাজা উপত্যকার দুটি শরণার্থী শিবিরে সোমবার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরায়েলি ট্যাংক রাফাহর আরও গভীরে ঢুকে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও চিকিৎসকরা।
বাসিন্দারা রাফাহর বেশ কয়েকটি এলাকায় ট্যাংক ও বিমান থেকে ভারী বোমাবর্ষণের কথা জানিয়েছেন। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর মে মাসের আগে এক মিলিয়নের বেশি মানুষ সেখানে আশ্রয় নিয়েছিলেন।
ইসরায়েলি বাহিনী শহরটিতে হামলা চালালে বেশিরভাগ জনগোষ্ঠী উত্তর দিকে পালিয়ে যায়। বিমান বাহিনী সোমবার গাজা উপত্যকার কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা করেছে।
মধ্য গাজা উপত্যকায় দুটি পৃথক ইসরায়েলি বিমান হামলায় আল-নুসেইরাত এবং আল-বুরেইজে ১৭ জন ফিলিস্তিনি নিহত হন।
মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহ শহরে পরিবারের সঙ্গে বাস্তুচ্যুত গাজার ৪৫ বছর বয়সী শিক্ষক খলিল বলেন, কয়েক ঘণ্টা বিলম্বের পর ইসরায়েল আরও বেশি মানুষকে হত্যা করছে। আমরা এখনই যুদ্ধবিরতি চাই।
ইসরায়েলি সামরিক বাহিনী বিবৃতিতে ১৭ জন নিহতের বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও বলা হয়েছে, সামরিক বাহিনী গাজার মধ্যাঞ্চলে জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় ইসলামিক জিহাদের একটি স্নাইপার সেলের কমান্ডার নিহত হয়েছেন এবং সেনারা একটি জঙ্গি সেলকেও নির্মূল করেছে বলে দাবি করেছে তারা।
হামাস ও ইসলামিক জিহাদের সশস্ত্র শাখাগুলো জানিয়েছে, যোদ্ধারা ট্যাংক বিধ্বংসী রকেট ও মর্টার বোমার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি বাহিনীর মুখোমুখি হয়েছে এবং কিছু এলাকায় সেনা ইউনিটগুলোর ওপর আগে থেকে লাগানো বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছে।
রাফাহর এক বাসিন্দা চ্যাট অ্যাপের মাধ্যমে রয়টার্সকে বলেন, বিশ্বের কোনো হস্তক্ষেপ ছাড়াই রাফায় বোমা ফেলা হচ্ছে। ইসরায়েলিরা এখানে বিনাবাধায় হামলা করছে।
রাফাহর পশ্চিমে তেলসমৃদ্ধ আল-সুলতান, আল-ইজবা ও জুরুব এলাকা এবং শহরের কেন্দ্রস্থল শাবুরার অভ্যন্তরে ইসরায়েলি ট্যাংক আক্রমণ করে।
তারা পূর্বাঞ্চলীয় এলাকা ও উপকণ্ঠের পাশাপাশি মিসর সীমান্ত ও গুরুত্বপূর্ণ রাফাহ সীমান্ত ক্রসিং দখল করতে থাকে।
এক বাসিন্দা বলেন, বেশিরভাগ এলাকায় ইসরায়েলি বাহিনী রয়েছে। কঠোর প্রতিরোধ ব্যবস্থা রেখেছে তারা যার জন্য রাফাহবাসীকে চড়া মূল্য দিতে হচ্ছে। তারা শহর ও শরণার্থী শিবির ধ্বংস করছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, সকালে রাফাহর পূর্বাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন নিহত হয়েছেন।
চিকিৎসকরা বলছেন, গত সপ্তাহে আরও অনেকে নিহত হয়েছেন বলে তাদের ধারণা। তবে উদ্ধারকারী দল তাদের কাছে পৌঁছতে পারেনি।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা রাফায় সুনির্দিষ্ট, গোয়েন্দা-ভিত্তিক তৎপরতা অব্যাহত রেখেছে। গত দিনের যুদ্ধে তারা খুব কাছ থেকে প্যালেস্টেনিয়ান বন্দুকধারীদেরকে হত্যা করেছে এবং অস্ত্র জব্দ করেছে।
বিমান বাহিনী গত দিনে গাজা উপত্যকার কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।


http://dlvr.it/T8RRcK

Post a Comment

0 Comments