Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সুপার এইটের প্রথম ম্যাচ হেরে সেমি ফাইনালের দৌড়ে খানিকটা পিছিয়ে পড়েছে বাংলাদেশ। টিকে থাকার লড়াইয়ে শনিবার ভারতের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে গিয়েছে। এরপর শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
টস শেষে শান্ত বলেন, (ভারতকে) অল্প রানে গুটিয়ে দিয়ে লক্ষ্য তাড়া করে জিততে চাই- এটাই পরিকল্পনা। এখানকার কন্ডিশন আমাদের পরিচিত। বাতাসের বিষয়টিও জানি। উইকেট যথেষ্ট ভালো বলে মনে হচ্ছে। ১৫০-১৬০ রান ভালো সংগ্রহ হবে।
এদিন তাসকিনকে বিশ্রাম দিয়ে জাকের আলীকে একাদশে ফেরানো হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে, রোহিত শর্মা বলেন, টস জিতলেও আগে ব্যাটিং করতাম। উইকেটের পরিস্থিতি (আমাদের) দ্রুত বুঝে ফেলতে হবে। গত ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছি আমরা।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, কুলদীপ যাদব ও জাসপ্রীত বুমরাহ।


http://dlvr.it/T8d9Mm

Post a Comment

0 Comments