Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

রাজপথে চেঁচামেচি করে কোটা ইস্যুর নিরসন হবে না: আইনমন্ত্রী

সরকারি চাকরিতে কোটা ইস্যুটি এখন আর সরকারের সিদ্ধান্তের ব্যাপার নেই, এটি এখন সর্বোচ্চ আদালতের কাছে। সর্বোচ্চ আদালত সিদ্ধান্ত নেবে, সব পক্ষকে শুনে সব বিবেচনা করে আদালত সঠিক সিদ্ধান্ত দেবে। রাজপথে চেঁচামেচি করে এই ইস্যুর নিরসন হবে না।
আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
আন্দোলনকারীদের পক্ষ থেকে এই মামলায় পক্ষভুক্তির আবেদন বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি জেনেছি যে আপিল বিভাগের মামলায় তারা পক্ষভুক্ত হতে চায়, আবেদন করেছে। আগামীকাল (বুধবার) শুনানি হবে। সেক্ষেত্রে মনে করছি, তারা সঠিক পথে হাঁটছে।
আইনমন্ত্রী বলেন, আমি যতদূর জেনেছি, যখন হাইকোর্ট বিভাগে এ মামলা চলে তখন আজ যারা কোটাবিরোধী আন্দোলন করছেন, তারা তাদের বক্তব্য আদালতে পেশ করার জন্য কোনো আইনজীবী নিয়োগ করেননি; তাদের বক্তব্য সেখানে দেননি।
মামলার রায় হয়ে গেছে। সেটা এখন আপিল বিভাগে। গতকাল (সোমবার) পর্যন্ত তাদের কোনো আইনজীবী ছিলেন না তাদের বক্তব্য উপস্থাপনের জন্য। ঘটনা ঘটছে আদালতে। রাজপথে আন্দোলন করে, চেঁচামেচি করে, বকাবাদ্য করে নিরসন হবে না। এটা করলে একটা পর্যায়ে আদালত অবমাননাও হয়ে যেতে পারে।
আনিসুল হক বলেন, তারা যদি পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য পেশ করেন, তাহলে অবশ্যই আপিল বিভাগ সব পক্ষকেই শুনবে এবং একটা ন্যয়বিচার করবে। এটাই আমাদের আশা। আমার মনে হয়, সেটাই হবে।
আমি মনে করি, আজ তারা ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন। আমি এটাকে সাধুবাদ জানাই। তারা তাদের বক্তব্য এখন আদালতে দেবেন। যেহেতু আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এখন তারা আন্দোলন তুলে নেবেন।


http://dlvr.it/T9MdtB

Post a Comment

0 Comments