সরকারি চাকরিতে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। তবে এতে বাধা দেয়নি পুলিশ। পুলিশ শাহবাগ হয়ে কারওয়ান বাজার সড়কে সতর্ক অবস্থানে রয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় শিক্ষার্থীরা শাহবাগ মোড় দখল করেন। তবে অন্যদিনের মতো শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব বা অন্য কোনো মোড় দখলে নেয়নি।
শাহবাগ মোড় পুরোটা দখলে নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: নিউজবাংলা
শাহবাগে সতর্ক অবস্থানে থাকা পুলিশ চেয়েছে শিক্ষার্থীরা যেন শাহবাগ ছাড়া অন্য কোনো মোড় দখল নিতে না পারে। তাই তারা ব্যারিকেডও বসিয়ে রেখেছে। তবে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করে শিক্ষার্থীরা পিজি হাসপাতালের সামনের সড়কে ছড়িয়ে পড়েন। এ সময় পুলিশের সাঁজোয়া গাড়িতে উঠে কয়েকজন শিক্ষার্থীকে ভুয়া ভুয়া বলে স্লোগানও দিতে দেখা যায়। পরে শিক্ষার্থীরা সমস্বরে গো ব্যাক গো ব্যাক স্লোগান দিতে থাকেন উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ করে। এরপর থেকে আস্তে আস্তে পিছু হটে পুলিশের সাঁজোয়া যান।
http://dlvr.it/T9S4V1
0 Comments