কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার মাঠে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ইকুয়েডর। ম্যাচের আগে অধিনায়ক লিওনেল মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে বিশ্রামে ছিলেন মেসি। শঙ্কা আছে শুক্রবারের ম্যাচে মাঠে নামা নিয়েও। বিষয়টি খোলাসা করেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছেন, মেসির ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
টিওয়াইসি স্পোর্টসকে স্কালোনি বলেন, আমি এখনও তার অবস্থা নিয়ে কথা বলিনি। আমার মনে হয় শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করাই ভালো। অবশ্যই আজ (গতকাল) কথা বলব; কারণ ম্যাচের এক দিন আগে এবং (সুস্থ হয়ে উঠতে) তার পুরো সময়টাই পাওয়া উচিত। যতটা সম্ভব অনুশীলনও করে নিতে পারছে। অনুশীলনের আগে কথা বলে তারপর সিদ্ধান্ত নেব।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস অবশ্য বুধবার জানিয়েছে, মেসি সম্ভবত এই ম্যাচে শুরু থেকে খেলবেন। সোমবারই ভালো বোধ করায় মঙ্গলবার মেসি দলের সঙ্গে অনুশীলন করেছেন।
হুলিয়ান আলভারেজ আর লাওতারো মার্টিনেজকে একসঙ্গে খেলানোর সুযোগ আছে কি না- এ প্রশ্নের জবাবে কোচ স্কালোনি বলেছেন, দুজনকে খেলানো হতেই পারে। আজ ট্রেনিং সেশন শেষে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। একসঙ্গে খেলানোর সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি না।
http://dlvr.it/T98hs6
0 Comments