Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে চলমান আন্দোলনে নেমেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে ঘোষিত বাংলা ব্লকেড কর্মসূচির আওতায় বুধবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন তারা।
ক্যাম্পাস সংলগ্ন মহাসড়কের জিরো পয়েন্টে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাসসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যান তারা।
বুধবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে পরে ত্রিশাল জিরো পয়েন্টে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
বিদ্রোহীর আঙিনায়, বৈষম্যের ঠাই নাই, মেধা না কোটা, কোটা কোটা, বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, কোটা ব্যবস্থার অবসান, ছাত্র সমাজের জয়গান, নারী যেখানে অগ্রসর, কোটা সেখানে হাস্যকর- এমন নানা স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, সব মিলিয়ে ৫৬ ভাগ কোটা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মেধার অবমূল্যায়ন করা হচ্ছে। কোটা বাতিল নয়, কোটা সংস্কার করতে হবে। দেশের অনগ্রসর জনগোষ্ঠী ও প্রতবন্ধীদের জন্য সব মিলিয়ে সর্বোচ্চ ৫ ভাগ কোটা রাখার আহ্বান জানান তারা।
আন্দোলনকারীরা বলেন, আজ (বুধবার) উচ্চ আদালত যে রায় দিয়েছে সেটা আমরা মানি না। আমাদের আন্দোলন আদালতের সঙ্গে নয়। নির্বাহী বিভাগ ও সংসদ থেকে কোটা সংস্কারের আদেশ চাই। অন্যথায় দাবি না মানা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করে আমাদের আন্দোলন চলবে।


http://dlvr.it/T9Q4w3

Post a Comment

0 Comments