শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন ও সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের কর্মসূচি সরকার সতর্কভাবে পর্যবেক্ষণ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে মঙ্গলবার যৌথসভায় তিনি এ কথা বলেন।
কাদের বলেন, শুনেছি ওটা নিয়ে আন্দোলনকারীরা উচ্চ আদালতের মামলায় তাদের পক্ষ থেকে লইয়ার নিয়োগ করেছেন এবং তারা আদালতে যথাসময়ে হাজির হবেন। এটা একটা যৌক্তিক সিদ্ধান্ত।
কোটা নিয়ে আওয়ামী লীগের অবস্থান ব্যক্ত করে দলটির সাধারণ সম্পাদক বলেন, ২০১৮ সালে প্রধানমন্ত্রী পরিপত্র জারি করে কোটামুক্ত সিদ্ধান্ত নিয়েছেন। সে অনুযায়ী এতদিন সরকারি কার্যক্রম পরিচালিত হয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের সাতজন একটা মামলা করেন। হাইকোর্ট একটা রায় দেন।
এই রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ আপিল বিভাগে নিয়ম অনুযায়ী আপিল করেছে। ফুল কোর্টে আমরা আশা করছি শিগগিরই শুনানি হবে।
তিনি বলেন, শোকের মাস আগস্ট আবারও আসছে। ১ আগস্ট থেকে আমাদের মাসব্যাপী কর্মসূচি রয়েছে। ভাবগাম্ভীর্যের সঙ্গে এই মাসের কর্মসূচি পালনের জন্য আহ্বান জানাচ্ছি। ঢাকায় যারা কর্মসূচি নেবেন তারা কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে করবেন।
http://dlvr.it/T9M2br
0 Comments